আমার মেয়ে .....
আমার মেয়ে পুতুল খেলে,
পুতুল খেলাই শখ,
রং-বেরঙের বেনীর বাধন,
টুকটুকে লাল নখ,
সাদা পাতা পেলেই হলো,
চলবে আকি-বুকি,
রেখায় রেখায় হাজার জীবন,
নীরব সূর্যমুখী,
আমার মেয়ে গল্প বুনে,
রাজা-উজির-প্রজা,
দৈত্তপুরীর বন্দীনি তার,
রাজকুমারের খোজা,
ঘুমটা এলে ঘুমপাড়ানি,
মাসি-পিসির কোলে,
আমার মেয়ের ছোট্র জগত,
গল্প গানেই দোলে,
আমার চোখে শংকা দ্বিধা,
ভবিষ্যতের টানে,
কি হবে ফের কি হবে না,
কে বা বল জানে,
সমাজ জগত দেশটা জুড়ে,
রুক্ষ শকুন ছায়,
আমার ছোট্র মেয়েটা যদি,
আকাশ ছুঁতে চায়,
আমার মাঝে রাজ্যের মেঘ,
ভয়ের ঘুর্নিঝড়ে,
তবু যখন চোখটা রাখি,
ছোট্র পরীর ঘরে,
কান্না-হাসির সমীকরণ,
আপনমনেই চলে,
আমার মেয়ে উঠুক বেড়ে,
সত্য সবুজ তলে...
পুতুল খেলাই শখ,
রং-বেরঙের বেনীর বাধন,
টুকটুকে লাল নখ,
সাদা পাতা পেলেই হলো,
চলবে আকি-বুকি,
রেখায় রেখায় হাজার জীবন,
নীরব সূর্যমুখী,
আমার মেয়ে গল্প বুনে,
রাজা-উজির-প্রজা,
দৈত্তপুরীর বন্দীনি তার,
রাজকুমারের খোজা,
ঘুমটা এলে ঘুমপাড়ানি,
মাসি-পিসির কোলে,
আমার মেয়ের ছোট্র জগত,
গল্প গানেই দোলে,
আমার চোখে শংকা দ্বিধা,
ভবিষ্যতের টানে,
কি হবে ফের কি হবে না,
কে বা বল জানে,
সমাজ জগত দেশটা জুড়ে,
রুক্ষ শকুন ছায়,
আমার ছোট্র মেয়েটা যদি,
আকাশ ছুঁতে চায়,
আমার মাঝে রাজ্যের মেঘ,
ভয়ের ঘুর্নিঝড়ে,
তবু যখন চোখটা রাখি,
ছোট্র পরীর ঘরে,
কান্না-হাসির সমীকরণ,
আপনমনেই চলে,
আমার মেয়ে উঠুক বেড়ে,
সত্য সবুজ তলে...
No comments:
Post a Comment