Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-৬

মুখবইয়ের টুকরো কথন-৬
 
 মাঝে মাঝে ভীষণ কষ্টে,
রাগে ক্ষোভে তীব্র অভিমানে,
নিজেকে মৃত মনে হয়,
কোথায় প্রানের সে স্পন্দন?
কোথায় সে রক্তের উষ্ণতা?
আমি দেখি শীতল চোখে,
হায়েনার কুত্সিত ক্ষুধা জেগে ,
আমি দেখি ধমনী- শিরায়,
নোনা প্রবাহে কৃষ্ণপক্ষের রাত,
আমি দেখি অন্তর আয়নায়,
বিকৃত অট্টহাসির নগ্ন উল্লাস,
আমি দেখি নষ্ট মাটিতে,
বিষাক্ত মৃত্যুর অঙ্কুরিত বীজ,
মাঝে মাঝে ভীষণ কষ্টে,
নিজেকে প্রবোধ দিয়ে যাই,
এখনো এখানে উষ্ণ নিঃশ্বাসে,
মমতার মোমবাতি নিভুনিভু জ্বলে,
এখনো মানুষ নামের মানুষ,
বেছে আছে মরে মরে.....

No comments: