মুখবইয়ের টুকরো কথন-১১
কিছু অভিমানের শেষ নেই,
আমার চোখ সেটা জানে,
আমার মুখ সেটা বোঝে,
আমার ভাবনা সেটা ভাবে,
তবু যখন সবকিছু মিলিয়ে,
আমি মানুষ হিসেবে দাড়াই,
তখন কি এক কৃষ্ণ আচ্ছাদনে
আমার বিবেক অন্ধ হয়ে পড়ে,
আমি মনুষত্বের সীমানা পেরিয়ে,
কোনো এক প্রষেলিকায় ডুব দেই,
কোনো এক শকুনী ডানায়,
আমি ভর করে উড়ে যাই,
আমি পথহীন পথিকের বেশে,
হয়ে পড়ি পৈশাচিক উন্মাদনা,
আর তখন হাজারটা অভিমানী মুখ
নীল হয়ে যায় বেদনায়,
হাজার ভয়ার্ত চোখের আঙ্গিনায়
প্রবল জলোচ্ছাসের নোনা উত্তাপে,
জীবন হয়ে পড়ে অর্থহীন,
আমি এই কুলীন সমাজের,
বর্বর বেদুইন বিবেকবোধ.
No comments:
Post a Comment