মুখবইয়ের টুকরো কথন-৩১
সুচনাহীন এক সমাপ্তি,
কিংবা সমাপ্তিহীন সূচনা,
জীবনের জীর্ণ পুজোয়,
আমি-তুমি ঠিক তাই,
বিপরীতার্থক কোন প্রতিশব্দ,
অথবা প্রতিশাব্দিক বৈপরিত্ব,
নিয়তির নীতিহীন খেলাঘরে,
আমি-তুমি ঠিক তাই,
শব্দহীন কিছু শুন্যতা,
এবং শুন্যতাহীন শব্দ,
বাস্তবতার বিবর্ণ রঙ্গমঞ্চে,
আমি-তুমি ঠিক তাই,
তবু বর্ণচোরা স্বার্থ,
নিঃস্বার্থে সাজায় জলসাঘর,
আমি-তুমি সেথায় শুধু,
সুবাসিত কাগুজে ফুলমাত্র...
সুচনাহীন এক সমাপ্তি,
কিংবা সমাপ্তিহীন সূচনা,
জীবনের জীর্ণ পুজোয়,
আমি-তুমি ঠিক তাই,
বিপরীতার্থক কোন প্রতিশব্দ,
অথবা প্রতিশাব্দিক বৈপরিত্ব,
নিয়তির নীতিহীন খেলাঘরে,
আমি-তুমি ঠিক তাই,
শব্দহীন কিছু শুন্যতা,
এবং শুন্যতাহীন শব্দ,
বাস্তবতার বিবর্ণ রঙ্গমঞ্চে,
আমি-তুমি ঠিক তাই,
তবু বর্ণচোরা স্বার্থ,
নিঃস্বার্থে সাজায় জলসাঘর,
আমি-তুমি সেথায় শুধু,
সুবাসিত কাগুজে ফুলমাত্র...
No comments:
Post a Comment