মুখবইয়ের টুকরো কথন-১৯
দেখি নিন্দুকেরা কানাঘুষা করছে পরস্পরে,
ভালবাসা ভালো নেইকো ভালবাসার ঘরে,
ঘড়ির কাঁটা হাসতে দেখে মুখটি গোমড়া করে,
বলি সবটাই হেসনাকো,রেখো কিছু ধরে,
হয়ত ভোরের ঘুম ভাঙ্গেনি ডাকেনি তাই পাখি,
মিশমিশে এ রাতের কিন্তু নেয়তো বেশি বাকি,
সবুজ আলোয় শিশির হেসে পড়বে যখন ঝরে,
নিন্দে কাঁটায় নুনের ছিটায় সইবে কেমন করে?...
No comments:
Post a Comment