মুখবইয়ের টুকরো কথন-৮
আরও একটিবারের জন্যে যদি,
তুমি এসে দাড়াতে সামনে,
হাত বাড়াতে আমার পানে,
ডাকতে চোখের ইশারাতে,
তবে এই অমাবস্যার আধারেও,
আমি হেসে উঠতে পারি,
জোছনার রুপোলি উষ্ণতা নিয়ে,
আরও একটিবারের জন্যে যদি,
ভালবাসতে তুমি নতুন করে,
হয়তো আরেকটি তাজমহল কিংবা,
আরও একজন বনলতা সেন,
পৃথিবীর আলোয় আলোকিত হত....
No comments:
Post a Comment