Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-২২

মুখবইয়ের টুকরো কথন-২২
 
চুপিসারে রাত ডুবে যায়,
মেঘ জেনে যায় সব,
তোমায় নিয়ে কল্পনাতে আমার,
সাদাকালো হাজার ছবির গল্প,
খাতার ভাঁজে কালির সাজে,
জমাট কথার শান্ত সাগর,
বৃষ্টি তাদের জলের খামে ভরে,
ছুড়ে দিল তোমার জানালাতে,
ভোরের আলোয় ঘুমভাঙ্গা চোখে,
তুমি কি তাদের বুঝতে পারো?
চিনতে কি পারো স্বপ্ন শোকে,
হাজার সুতোর নকশী বুনন?
ভালবাসার আকাশ ছেড়ে কেন,
লুকোও তুমি ইট-পাথরের কোলে,
রাত্রি আমার শুন্যতাতে কাঁদে,
তোমার চুলের গন্ধ পাবে বলে......

No comments: