Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-৩

মুখবইয়ের টুকরো কথন-৩
 
ইচ্ছের গায়ে শেওলা জমেছে,
অভিমানের জলকনায়,
কয়েক বিন্দু শিশির সেথায়,
জলকেলি খেলে যায়,
আর এখানে শব্দের আচলে,
মুখ লুকোচুরি সারাবেলা,
মেঘের খামে হাজার কথায়,
এই দেহখানি সিক্ত,
তবু যখন তুমি বললে,
কেমন আছ তুমি?
মুখে না বলি,বুঝে নিও,
ভালো নেই তুমিহীন....

No comments: