Tuesday, August 16, 2011

মুখবইয়ের টুকরো কথন-২৭

মুখবইয়ের টুকরো কথন-২৭
 
আমায় তুমি রৌদ্র কর,
চোখের নোনা ভাঁজে,
বৃষ্টি কর যখন তখন,
খোপার কারুকাজে,
মেঘলা হব কালচে কাজল,
অভিমানের ঝাঝে,
কাকন বালার রিনিঝিনি,
সকাল-দুপুর-সাঝে,
আলতারাঙ্গা জলের ডাঙা,
ভাঙ্গবো নুপুর পায়,
নীলচে আকাশ জড়িয়ে নেব,
তোমার সারা গায়,
রামধনুটার রুমোল কর,
থাকব বেদনায়,
আমায় তুমি তোমার কর,
জীবন সাধনায়....

No comments: