Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-১২

মুখবইয়ের টুকরো কথন-১২
 
কি এমন হলো হঠাত করে,
এভাবে ঝড়ের বেগে বেরিয়ে গেলে,
তোমার কপালের নীল টিপটি,
অভিমানে নীল হয়ে খসে পড়লো,
আকাশের কোনো দূর নক্ষত্র ও,
বোধ করি এভাবে খসে পড়েনি,
হাতের রং-বেরঙের বেলোয়ারি চুড়ি,
মুহুর্তেই ভেঙ্গে টুকরো টুকরো হলো,
বৃষ্টির জল ও বোধহয় কখনো,
এত টুকরো হয়ে ঝরেনি,
চোখ তার ভোরের সুর্য যেন,
লালচে আভায় লজ্জা পেত সেও,
শীতের ঘন কুয়াশারাও কখনো,
এত ঝাপসা করতে পারেনি তাকে,
কি এমন হলো হঠাত করে,
কেন ওভাবে সেদিন চলে গেলে তুমি,
ভালবাসার অপার সুর্যাস্ত পানে.....

No comments: