মুখবইয়ের টুকরো কথন-১৫
আজ সারাদিন বৃষ্টি হলো,
শহরটার চেহারাই বদলে গেল,
মনে হচ্ছিল জলা-ডোবা যেন,
খিটখিটে মেজাজে বসেই ছিলেম,
কিচ্ছু করার ছিলনা আমার,
তবে তুমি বললে বেরুতাম,
ঘুর্নিঝড়ের তোয়াক্কাও করতামনা,
কিন্তু তোমার অভিমানগুলো,
ওই কালো মেঘের মতন গাঢ,
অঝোর শ্রাবনেও যেন ক্লান্তিহীন,
আর আমি যেন এই শহরের অলি-গলি,
একাকার তবু নীরব চাহনি,
খুঁজে যাই হঠাত জাগা রংধনু ,
মেঘ্ভেদ করে উকি দেওব সুর্যের মতন,
মুঠোফোনের ওপাশে তোমার হাসির ঝিলিক,
অভিমান কেটে ভালবাসার খানিক উচ্ছাস...
No comments:
Post a Comment