মুখবইয়ের টুকরো কথন-৫
এখানে তাদের পদচ্ছাপ পাবে,
কিছু মৃতুন্জয়ী মৃতের স্পর্শ,
এইযে এখানে দাগ কেটেছে,
তাইতো আজও এইখানে এখনো,
কিছু দলিত-মোথিত সবুজের ফাঁকে,
উকি দেয় বর্ণিল বুনোফুল,
হেসে উঠে শিশির কনায়,
মলিন রোদের অব্যক্ত অভিমান,
তুমি খুঁজে দেখো একবার,
এখনো এপথে তাদের গন্ধ,
তাদের কথার প্রতিধ্বনি পাবে,
কেন ভাবছো অযথা বন্ধু,
মনুষত্বের সমাধিতে জেগে জেগে,
বিবেক ঘুমিয়ে অবশ আলস্যে,
তুমি হাল ছেড়োনা বন্ধু,
এখনো কাটার সুপ্ত গোড়ায়,
নরম মাটি লেগে আছে...
No comments:
Post a Comment