মুখবইয়ের টুকরো কথন-২৯
আর কখনই তুমি ফিরবেনা,
জানি আমি খুব ভালোভাবেই,
উত্তাপ ফুরিয়ে গেলে যেমন,
শীতার্ত মানুষেরা পিঠ দেখায়,
তেমনি করেই তুমিও আজ,
যাচ্ছে নতুন উষ্ণতার খোজে,
এখানে কৃষ্ণকায় ছাইয়ের সতুপে,
আমি আধপোড়া টুকরো কাগজ,
অজস্র শব্দের ধোয়াটে হাহাকার,
যাদের অব্যেক্ত গভীরতা ছুয়ে,
একটি নিদারুন শুন্যতার কান্না,
আর কখনই তুমি ফিরবেনা......
No comments:
Post a Comment