মুখবইয়ের টুকরো কথন-৪
জানি একদিন এই আকাশের নিচে,
ঈর্ষায় পুড়িয়ে ওই শেষ বিকেলটিকে,
তুমি মাথা রাখবে আমার বুকে,
তুমি ধরবে এ আমার দুহাত,
সাতজনমের সপ্তগিটের বাধনে,
হেটে যাবে আর বাকিটা পথ,
জানি একদিন এই পথের প্রান্তে,
বুনোফুলের চোখে বিস্ময়বোধক একে,
তুমি দেখবে নতুন দিনের সপণ,
তুমি বুনবে আমার ছোট ঘরখানি,
সহস্র রাতের আধার কেটে কেটে,
তুমি আলোয় ভরে দেবে আমার আকাশ,
জানি একদিন তোমাকে পাশে রেখে,
আমি লিখব জীবনজয়ের উপাখ্যান,
তুমিও কি এমনি করে ভাবছ বল?
অদেখা-অচেনা-অনামিকা, তোমাকেই বলছি....
No comments:
Post a Comment