Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-১৬

মুখবইয়ের টুকরো কথন-১৬
 
তুমি চলে যাওয়ার পর,
কতকিছু যে ঘটলো,
কোনটা রেখে কোনটা বলি,
মজার কথা কি জানো,
এরই মাঝে মানুষগুলো সব,
অস্থিরতায় ভুগতে শুরু করেছে,
সত্য-মিথ্যের বালাই নেই,
ভালো-মন্দের চিরাচরিত সজ্ঞা,
বদলে যেতে শুরু করেছে,
মানুষগুলো সব বদলে যাচ্ছে,
জানো মাঝে মাঝে কি ভাবি?
তুমিও কি ওদের মতই বদলে যেতে?
যাহ,তা কখনই হবার নয়,
তুমি কিভাবে বদলে যাবে বল,
তুমিতো আমার জীবন ধ্রুবক,
তুমি কি বদলাতে পারতে?....

No comments: