এমনটি করোনা যেন ভুলেও....
জানলা খুলে আর কখনো,
চুলটা মেলে দিওনা তুমি,
নেশায় মাতাল হবে সুর্য,
আধার নামবে ঘন আধার,
মেঘে মেঘে ইর্ষা জমে,
ঝড় নেমে আসবে যে,
দোহাই তোমার লক্ষীটি,
এমনটি করোনা যেন ভুলেও.
দরজার চৌকাঠে বসে কখনই,
গুনগুন করে সুর তুলনা,
বাতাসের শীষ থেমে যাবে,
পৃথিবী হয়ে পড়বে নিষ্প্রাণ,
ডানায় ডানায় অভিমান তুলে,
পাখিরা গুমড়ে কাদবে যে,
পায়ে পরি তোমার ওগো,
এমনটি করোনা যেন ভুলেও.
বারান্দার এক-কোণে উদাস হয়ে,
ফেলনা কভু চোখের জল,
সাগরের স্রোত থেমে যাবে,
চরা পড়বে কুলভাঙ্গা নদীতে,
খোলসে খোলসে বেদনা পুরে,
বিলীন হবে ওই মুক্ত-ঝিনুক,
মিনতি করছি সুনয়না,
এমনটি করোনা যেন ভুলেও.
আমাকে ভুল বুঝে কখনই,
দুরে সরে যেওনা যেন,
শুন্যতার ডুবোচর গ্রাস করবে,
আমাকে টেনে নেবে বিমর্ষতা,
শব্দে শব্দে ধুলোর আস্তরণে,
কবিতারা ভুগবে ভালোবাসাহীন,
করজোরে চাইছি সপ্নদেবী,
এমনটি করোনা যেন ভুলেও....
চুলটা মেলে দিওনা তুমি,
নেশায় মাতাল হবে সুর্য,
আধার নামবে ঘন আধার,
মেঘে মেঘে ইর্ষা জমে,
ঝড় নেমে আসবে যে,
দোহাই তোমার লক্ষীটি,
এমনটি করোনা যেন ভুলেও.
দরজার চৌকাঠে বসে কখনই,
গুনগুন করে সুর তুলনা,
বাতাসের শীষ থেমে যাবে,
পৃথিবী হয়ে পড়বে নিষ্প্রাণ,
ডানায় ডানায় অভিমান তুলে,
পাখিরা গুমড়ে কাদবে যে,
পায়ে পরি তোমার ওগো,
এমনটি করোনা যেন ভুলেও.
বারান্দার এক-কোণে উদাস হয়ে,
ফেলনা কভু চোখের জল,
সাগরের স্রোত থেমে যাবে,
চরা পড়বে কুলভাঙ্গা নদীতে,
খোলসে খোলসে বেদনা পুরে,
বিলীন হবে ওই মুক্ত-ঝিনুক,
মিনতি করছি সুনয়না,
এমনটি করোনা যেন ভুলেও.
আমাকে ভুল বুঝে কখনই,
দুরে সরে যেওনা যেন,
শুন্যতার ডুবোচর গ্রাস করবে,
আমাকে টেনে নেবে বিমর্ষতা,
শব্দে শব্দে ধুলোর আস্তরণে,
কবিতারা ভুগবে ভালোবাসাহীন,
করজোরে চাইছি সপ্নদেবী,
এমনটি করোনা যেন ভুলেও....
No comments:
Post a Comment