মুখবইয়ের টুকরো কথন-৯
একটা সময় ছিল যখন,
তোমার কাছে যাওয়ার জন্যে,
তোমাকে আরও পাশে পেতে,
আমি মুখিয়ে ছিলেম শুধু,
কিন্তু অবাক হয়ে দেখলাম,
যতখানি নৈকট্যের অভিপ্রায় ছিল,
ততখানি দুরত্বে সরে গেছি,
বহু চেয়ে ও আমি পারিনি,
সেই দুরত্ব নামক নদীর,
দু-কূল এক করে দিতে তখন,
আজ যখন শুন্যতার ভাগ নিয়ে,
আমি দূরত্বের সাগর গড়তে চাই,
চেয়ে দেখি তুমি পাশে দাড়াও,
জীবনের অন্ধত্বে ভাগ বসাতে চাও,
কিন্তু বিশ্বাস কর প্রিয়তমা,
আজ আর তোমাকে চাইনে,
আজ অন্ধকারে বাচতে শিখেছি,
নিষ্প্রয়োজন তাই ভালবাসার জোছনা....
No comments:
Post a Comment