অভিমানী অভিপ্রায়ে অফুরন্ত অপেক্ষা...
আচ্ছা অভিমানের আয়ু কত?
অনেককেই জিগ্গেস করেছিলাম,
কিন্তু কেউই বলতে পারেনি,
সবাই কেন যেন এড়িয়ে গিয়েছে,
কোনো উত্তর পাইনি আমি আজও,
আর তাই তোমাকেই শুধাই,
বলতে পারো কি তুমি?
অভিমানের পথ কতটা দীর্ঘ?
রাতের পর রাত কেটেছে,
বালিশে মাথা রেখে আমি,
মেঘ গুনেছি খোলা জানালায়,
হাজার হাজার মেঘের খন্ডে,
বুনে দিয়েছি দীর্ঘশ্বাস আমার,
বৃষ্টির ফোটায় ফোটায় ওরা,
অসীমের দিগন্তে হারিয়েছে বারবার,
আচ্ছা অভিমান কি মেঘের শরীর?
এক অভিমানীর চাপা অভিমানে,
আমার বুকপকেটে গুমরে কাদে,
একশ একটি মলিন গোলাপ,
আমার কবিতার খাতা জুড়ে,
একশ একটি কবিতার হা-হুতাশ,
আমার বাগানে ভোরের আলোয়,
একশ একটি শিশিরের বিলাসিতা,
অভিমানী অভিপ্রায়ে অফুরন্ত অপেক্ষা...
আচ্ছা অভিমানের আয়ু কত?
অনেককেই জিগ্গেস করেছিলাম,
কিন্তু কেউই বলতে পারেনি,
সবাই কেন যেন এড়িয়ে গিয়েছে,
কোনো উত্তর পাইনি আমি আজও,
আর তাই তোমাকেই শুধাই,
বলতে পারো কি তুমি?
অভিমানের পথ কতটা দীর্ঘ?
রাতের পর রাত কেটেছে,
বালিশে মাথা রেখে আমি,
মেঘ গুনেছি খোলা জানালায়,
হাজার হাজার মেঘের খন্ডে,
বুনে দিয়েছি দীর্ঘশ্বাস আমার,
বৃষ্টির ফোটায় ফোটায় ওরা,
অসীমের দিগন্তে হারিয়েছে বারবার,
আচ্ছা অভিমান কি মেঘের শরীর?
এক অভিমানীর চাপা অভিমানে,
আমার বুকপকেটে গুমরে কাদে,
একশ একটি মলিন গোলাপ,
আমার কবিতার খাতা জুড়ে,
একশ একটি কবিতার হা-হুতাশ,
আমার বাগানে ভোরের আলোয়,
একশ একটি শিশিরের বিলাসিতা,
অভিমানী অভিপ্রায়ে অফুরন্ত অপেক্ষা...
No comments:
Post a Comment