মুখবইয়ের টুকরো কথন-২০
ভুলের দরজায় খিড়কি এটে,
হেটে চলি অজানার পানে,
শুদ্ধতার বিশুদ্ধ অমৃতের খোঁজে,
যদিও জীবনের অলিতে গলিতে,
এখন চরে নিষিদ্ধ রাত্রি,
তবু আয়নার স্বচ্ছ বিম্বে,
কিসের যেন হাতছানি দেখে,
মেনে নিয়েছি মনের মিনতি,
ওই ধ্রুবতারাকে সত্য জেনে,
তুচ্ছ করি সকল মায়া,
এখন চোখে সোনালী বিকেল,
হলদে আলোয় বর্তমান হাসে,
আর আমি সবকিছু ভুলে,
ভুলের দরজায় খিড়কি এটে,
চলেছি শুদ্ধ হব বলে,
শুদ্ধ মানুষ হবার পণে....
No comments:
Post a Comment