Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-২৫

মুখবইয়ের টুকরো কথন-২৫
 
ঘুরে ফিরে আবার সেই তো অন্ধকার,
সেই তো রাতের জোছনার হাহাকার,
বৃষ্টির জলে পুড়ল নীরবে বুক,
ভেজা কান্নায় চাতক চোখের সুখ,
তুমি কি জানো চাপা দুখের ঘ্রাণ,
ফুসফুসজুড়ে ছড়ালো বিষের বান,
হাতের মুঠোয় শুন্যতার অট্রহাসি,
বেহিসেবী অতীত তবুওতো ভালবাসি,
তবু তোমার জন্যে থেকে থেকে বারবার,
ঘুরে ফিরে আসে সেই সে অন্ধকার.....

No comments: