মুখবইয়ের টুকরো কথন-৩০
তবু বেচে থাকা,
এই মৃতের শহরে,
শ্মশানের স্তব্ধতায় ,
কিছু পাওয়ার জন্যে নয়,
শুধু বিলিয়ে যাই,
প্রতিবার প্রতিক্ষণ,
সবকিছুর পরে,
এখন বিলাই নিজেকে,
একটু একটু করে,
অস্তিত্বহীনতায় ভুগে ভুগে,
ক্ষয়িষ্ণু পাথুরে পথে,
সময়ের চাহিদায়,
বাস্তবতার প্রয়োজনে,
নিয়তির লীলাঘরে,
মুমুর্ষ বায়ু পুরে,
তবু বেচে থাকা...
তবু বেচে থাকা,
এই মৃতের শহরে,
শ্মশানের স্তব্ধতায় ,
কিছু পাওয়ার জন্যে নয়,
শুধু বিলিয়ে যাই,
প্রতিবার প্রতিক্ষণ,
সবকিছুর পরে,
এখন বিলাই নিজেকে,
একটু একটু করে,
অস্তিত্বহীনতায় ভুগে ভুগে,
ক্ষয়িষ্ণু পাথুরে পথে,
সময়ের চাহিদায়,
বাস্তবতার প্রয়োজনে,
নিয়তির লীলাঘরে,
মুমুর্ষ বায়ু পুরে,
তবু বেচে থাকা...
No comments:
Post a Comment