Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-১৭

মুখবইয়ের টুকরো কথন-১৭
 
আজ তোমায় দেখে,
ওদের কেউ কেউ,
সুন্দর খুঁজে বেড়ায়,
দেহের ভাঁজে ভাঁজে,
লোলুপ দৃষ্টির উত্তাপে,
ওরা পুড়ে ছাই হয়ে যায়,
তবু তোমাকে ঘিরে রেখে,
অশ্লীল শব্দের স্রোতে স্রোতে,
ভালবাসার বীজ বুনে,
শরীরের অলিতে গলিতে,
যেন দেহ-সর্বস্স উষ্ণতায়,
লুকায়িত সমস্ত সুন্দর.

আর অনাধুনিক আমি,
তোমায় ছেড়ে দেই,
অনাবিল সবুজের কোলে,
প্রজাপতির ডানা ছুয়ে,
বর্ষায় ভেজা কদমে,
কলকল নদীর মতন,
ছপছপ নীল আকাশে,
তুমি চঞ্চল ঘাসফড়িং,
পৃথিবীর সমস্ত সুন্দর,
তুমি তোমার করে নিলে,
আমার তুমি প্রকৃতির মত,
নির্মল সুন্দরের প্রতিবিম্ব.

No comments: