কবিগুরুর স্মরনে খুদে শ্রদ্ধাঞ্জলি....
আচ্ছা ভেবে দেখোতো একবার,
যদি ওই ধ্রুবতারাটি খসে পড়ে,
কিংবা খসে পড়ে জোছনাদায়ি,
কতটা নিঃসঙ্গ হয়ে পড়ে রাত,
কতটা বিমর্ষতায় কেদে উঠে,
শিল্পীর হাতে সহস্র রংতুলি!
একবার ভেবে বলত তুমি,
যদি ওই সূর্যটা চুরি হয়ে যায়,
কিংবা চুরি হয় নীলচে আকাশ,
কতটা শুন্যতায় ভরে ওঠে সকাল,
কতটা বিষন্নতায় দিকভ্রান্ত হয়,
উপবৃত্তাকার কক্ষপথের অজস্র প্রাণ!
তোমার ফেলে যাওয়া পথের প্রান্তে,
আমরা সেই উদ্ভ্রান্ত পথিকের দল,
আগলে রাখি তোমার সে পদছাপ,
পরম শ্রদ্ধায় শোকাতুর হৃদয়জুড়ে....!
No comments:
Post a Comment