Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-২১

মুখবইয়ের টুকরো কথন-২১
 
চললাম তবে ফের,
যদি ইচ্ছে করে,
পথ আগলে দাড়িয়,
যদি মন কাদে,
বুকে জড়িয়ে রেখো,
যদি দুঃখ জাগে,
বেধে নিও তবে,
জানি সবটাই ভুল,
শুরু থেকে শেষ,
বাস্তব এবং কল্পনা,
অতীত থেকে বর্তমান,
সর্বত্রই ভুলের ছড়াছড়ি,
তাই চললাম ফের,
চুকিয়ে সকল দেনা,
বিকিয়ে যত আশা,
মাখামাখি আলো আঁধারে,
যদি বুঝতে পারো,
তবে আটকে রেখো,
ভালবাসার বিনিসুতোর বাধনে,
চললাম তবে ফের.....

No comments: