মুখবইয়ের টুকরো কথন-২৮
আজ ও জোছনা আমার ঘরে কাঁদে,
তোমার হারিয়ে যাওয়ার রাত্রি,
এখনো আমায় পিছু ডেকে নেয়,
এখনো বলা না বলার বেদনায়,
আমি নির্ঘুম আঁধার গুনে যাই,
তোমার স্মৃতির দু-একটা ছেড়া পালক,
এখনো বাতাসে ভেসে বেড়ায়,
আর আমি ভুল-নির্ভুলের হিসেব খুলে,
আজ জোছনা আমার ঘরে কাঁদে,
তুমিহীনা নির্বাক আমার পানে চেয়ে....
No comments:
Post a Comment