Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-২৪

মুখবইয়ের টুকরো কথন-২৪
 
জীবনের কৃষ্ণকায় কোলাহলে,
গুমোট অভিমানের কান্নায়,
চাপা ক্ষোভের অভিলাষে,
ক্ষত-বিক্ষত হই প্রতিক্ষণে,
এভাবেই কেন পরাজিত হই?
চোখ বন্ধ করে নীরবে,
কেন হেঁটে যাই পায় পায়?
সময়ের স্রোতে ভাঙ্গি নিয়ত,
অতল গহ্বরের হাতছানিতে,
হতাশার চিতায় লেলিহান শিখায়,
এভাবেই কেন সপে দেওয়া,
নিজেকে পূজার অর্ঘ্য করে?
ওই দেবতার আসনটাতে,
আমিও তো অসীন ছিলেম,
আজ কেন পূজারীর বেশে,
এভাবেই নতমুখ আত্মসমর্পণ?...

No comments: