মুখবইয়ের টুকরো কথন-২৬
চোখ ফেরাতেই ভোর পেরুলো,
রাত জুড়্রেছে ফের,
কথায় খেলায় ঘড়ির কাঁটা,
পথ হেটেছে ঢের,
সময় কেন এমন করে,
করছে প্রবঞ্চনা,
ছুটির দিনের আমেজ গায়েই,
বাস্ততার আনাগোনা,
কেমন করে থামাই ওদের,
ঘুম যে আদৌ চোখে,
স্বপ্ন আমার হয়না বোনা,
সময় চুরির শোকে,
সময় আমার হচ্ছে চুরি,
সদাই নিরন্তর,
বুকপাজরে গুমড়ে কাঁদে,
ছোট্ট এ অন্তর.......
No comments:
Post a Comment