Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-২

মুখবইয়ের টুকরো কথন-২
চোখহারা পাখি যতই ডাকিস,
চোখ শিয়রে আর ফিরবোনা,
বাকহারা বুকে যতই বাধিস,
তোর বুকে মাথা রাখবোনা,
হাতাছেড়ে তোর যত হাহাকার,
হাতখানি ফের আমি ধরবোনা,
পথভোলা তোর পথের টানে,
পথ আর কভু আঁকবোনা,
যে ঘর তুই ভেঙেছিস হেলায়,
সে ঘর দ্বিধায় বাধবোনা,
যে নোনায় তুই ভাসালি স্বপন,
সেই নোনায় আর কাদবোনা,
মনটা ফেলে গিয়েছিলি তুই,
মনের ধার আর ধারবনা,
না না বলি যত সহজে,
ততখানি আমি পারবোনা,
হাসির আড়ালে কষ্ট হাজার,
তাই বলে কি হাসবনা?
ভালোবাসা তুই বুঝিসনে বলে,
ভালো কি আমি বাসবনা?....

No comments: