Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-১০

মুখবইয়ের টুকরো কথন-১০
 
ধোয়াটে স্বপ্নের ধুসর সীমান্তে,
তুমি এসেছ বসন্ত আমার,
নব সবুজের বাহারি আবেশে,
ঢেউ জেগেছে বিমর্ষ অরন্যে,
কি এক উদাসী কুহুতানে,
হৃদয় আজ পূর্ণতার পরাভ্রিত,
কথাদের ডাল থেকে ডালে,
বুনে চলেছে প্রানের পরশ,
তোমাকে বলিনি কখনো আর,
হে মোর জীবনের বসন্তরানী,
তোমার হাসির বর্ণিল প্রজাপতি,
ঘুচে দিয়েছে শুন্যতা মোর,
আজ আমি শীতের মর্মর ভেঙ্গে,
শুনি ভালবাসার ফুলেল সংগীত,
শুধুই তোমারি জন্যে....

No comments: