মুখবইয়ের টুকরো কথন-১৮
আমি বহু দুখের রংধনুতে,
এখন মুছে নিয়েছি চোখ,
তোমার শাড়ির কোমল আঁচল,
কোনো প্রয়োজন নেই আর,
তোমার চোখের কাজল কালোয়,
বৃষ্টি এখন ভয় পাইনে আর,
বুকের সাগর উগরে দিয়েছি,
জলের ধারায় ভিজেছে সময়,
আমার দেয়াল ঘড়ির পেন্ডুলামে,
মরচে ধরেছে নোনা স্রোতে,
এখন আর এই জীবনে,
প্রয়োজন নেই কোনো তোমার,
নেই প্রয়োজন ভালবাসার আর.....
No comments:
Post a Comment