একটি কবিতার ফাসি.....
তাকে কখনই বলিনি কথাগুলো,
বলিনি যে তাকে নিয়েই কবিতাটি লিখেছি,
তার চুল থেকে শুরু করে নখ অব্দি,
প্রতিটি অঙ্গের বন্দনা ছিল তাতে,
তবু একদিন যখন সে কবিতাটি পড়লো,
আচলে মুখটি ঢেকে পালিয়েছিল কোনরকম,
লজ্জায়-ক্ষোভে-নাকি অভিমানে?
জানিনা,জানা হবেনা কখনই আর.
এরপর হাজার উত্সুক জনতার ভীড়ে,
পায়ে পায়ে তার ঘরের ভাঙ্গা দুয়ারে দাড়িয়ে,
আমি বজ্রাহতের মতন ঠায় দাঁড়িয়েছিলেম,
বিশ্বাস কর,আমি না সেখানে দেখিনি,
দেখিনি দড়িতে ঝুলন্ত কোনো নিষ্প্রাণ রমনীর অবয়ব,
যতবার চোখ গিয়েছে সেখানে আমার,
আমি দেখেছি একটি কবিতা ঝুলতে ফাসিতে,
যার সারা গায়ে লেপ্টেছিল লজ্জা,
কামনা-বাসনার ধুলি ধুসর লজ্জা,
ওরা বলে একটি মেয়ের আত্মাহুতির গল্প,
আমি বলি হাজার শব্দের ছন্দময় পথে,
এ ছিল কামনা-বাসনার নির্লজ্জ বলিদান,
এ ছিল একটি কবিতার ফাসি.....
বলিনি যে তাকে নিয়েই কবিতাটি লিখেছি,
তার চুল থেকে শুরু করে নখ অব্দি,
প্রতিটি অঙ্গের বন্দনা ছিল তাতে,
তবু একদিন যখন সে কবিতাটি পড়লো,
আচলে মুখটি ঢেকে পালিয়েছিল কোনরকম,
লজ্জায়-ক্ষোভে-নাকি অভিমানে?
জানিনা,জানা হবেনা কখনই আর.
এরপর হাজার উত্সুক জনতার ভীড়ে,
পায়ে পায়ে তার ঘরের ভাঙ্গা দুয়ারে দাড়িয়ে,
আমি বজ্রাহতের মতন ঠায় দাঁড়িয়েছিলেম,
বিশ্বাস কর,আমি না সেখানে দেখিনি,
দেখিনি দড়িতে ঝুলন্ত কোনো নিষ্প্রাণ রমনীর অবয়ব,
যতবার চোখ গিয়েছে সেখানে আমার,
আমি দেখেছি একটি কবিতা ঝুলতে ফাসিতে,
যার সারা গায়ে লেপ্টেছিল লজ্জা,
কামনা-বাসনার ধুলি ধুসর লজ্জা,
ওরা বলে একটি মেয়ের আত্মাহুতির গল্প,
আমি বলি হাজার শব্দের ছন্দময় পথে,
এ ছিল কামনা-বাসনার নির্লজ্জ বলিদান,
এ ছিল একটি কবিতার ফাসি.....
No comments:
Post a Comment