Wednesday, August 17, 2011

অভিমানভোলানি ভালবাসার দুজন...

অভিমানভোলানি ভালবাসার দুজন...

ভেঙ্গে যাই তোমার শাসন,
হাজার বারণের রক্তচক্ষু,
এই করনা সেই করনা,
এমন অন্যায্য আব্দারের জাল,
ছিড়ে ফেলি,ছুড়ে ফেলি সব,
আজ আর অগ্নিগর্ভ অভিমান,
ক্ষুব্ধ স্ফুলিঙ্গের তোয়াক্কা করিনা,
আজ চাপা অভিমানের মেঘে,
ক্ষোভের টিপটিপ একঘেয়ে বৃষ্টিতে,
আমি তোমায় ভিজিয়ে দেব,
তোমার মনের কুন্ঠিত আকাশে,
রংধনু একে দেব আজ,
তুমি ভুলে গিয়েছিলে এতদিন,
ভালবাসা মানে তোমার আচলে,
শক্ত গিটে আটোসাট আমি নই,
বরং সহনশীল সহযোগিতার ডানায়,
সংবেদনশীল স্বাধীন আকাশ মেলে,
সহমর্মী দুই সহচর পাখির,
সপ্নের সন্ধান ই ভালবাসা,
অতএব বেধে দিওনা তেপান্তর,
চার দেবালের নীরব চৌকাঠে,
ভালোবেসে চল ভেসে যাই,
দুজনে দুনির্বার দিগন্তরেখায়....

No comments: