মুখবইয়ের টুকরো কথন-৭
রোদের আলো ভালো লাগেনা,
জোছনা যেন কেমন,
বৃষ্টি ভীষণ সেকেলে আজ,
মানায়না মোটে এখন,
বিকেলগুলো হচ্ছে মলিন,
ভোরের বড় তাড়া,
সন্ধ্যে হলেই আকাশ ভেঙ্গে,
জাগবে হাজার তারা,
কোথায় গেলে পাওয়া যাবে,
বলনা অভিসার,
কোলাহলের এই জগতে,
নীরবতাই যে সার,
তবু ও আমার ভাবনা চলে,
পাইনা খুঁজে কিছু,
এই ধরনীর সবটাই যে,
ছাড়ছেনা আর পিছু,
তবু ও আশা ঠিক ই দেখিস,
মিলব তোর ই সাথে,
এই পৃথিবীর চোখে ধুলো,
মাখিয়ে অজ্ঞাতে.....
No comments:
Post a Comment