মুখবইয়ের টুকরো কথন-১৪
নামের মানুষ ঢের দেখেছি প্রানের মানুষ চাই,
মনে-প্রাণে মানুষ এমন মানুষ কোথায় পাই?
অমানুষের মুখোশ মিছিল স্রোতের টানে যাই,
মানুষ হয়েও ওই অমানুষে নিজেরে লুকাই,
আছে কি কেউ সাহসভরে ভাঙ্গবে দেয়ালটাই,
আধার ঘরে জালবে আলো কাঠির দিয়াশলাই,
আমি মানুষ খুজি মানুষ এমন দাওনা এনে ভাই,
মনে-প্রাণে মানুষ এমন মানুষ কোথায় পাই?....
No comments:
Post a Comment