Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-২৩

মুখবইয়ের টুকরো কথন-২৩
 
হারিয়ে গেছে জোছনা আমার,
পিচঢালা পথ বেয়ে,
এখন শুধু ঝাপসা চোখে,
থাকি তাতে চেয়ে,
প্রানের পরম কাছের স্বজন,
আছিস যত দুরে,
স্মৃতির মেঘে রোদের আচল,
থাকবি হৃদয় জুড়ে,
নাম দিয়েছি বন্ধু তাদের,
বন্ধু দিবানিশি,
দুরত্ব সব ঘুচিয়ে দিয়ে,
থাকিস পাশাপাশি.....

No comments: