মুখবইয়ের টুকরো কথন-১৩
তোমার কোলে দুঃখ ভুলে,
গল্প বোনার রাত,
শুন্যতাদের দূরে ঠেলে,
ধরছি তোমার হাত,
খোলা চুলের কালো মেঘে,
হাওয়ার উদম নাচ,
তোমার মুখের হাসির আভায়,
জোছনার মৃদু আঁচ,
তোমার পানে চেয়ে চেয়ে,
স্বপ্ন সাজা ফের,
বলব কত বলেছিতো,
ভালো লাগে ঢের......
No comments:
Post a Comment