Monday, August 15, 2011

মুখবইয়ের টুকরো কথন-১

মুখবইয়ের টুকরো কথন-১
দুঃখ গড়ি সুক্ষ হাতে,
রুক্ষ বুকের পাতায়,
সুখের বিম্ব মুখের জালে,
বিমুখ শত কাটায়,
যদিও ভগ্ন তবুও স্বপ্ন,
মগ্ন চোখের ঘুমে,
জীবন নামের দহন কালের,
রোদনখানি চুমে....

No comments: